রাতের উপহাস
- যাযাবর জীবন
এখানে বুকের ভেতর মনের খুব কাছে
হৃদয় ঘরে
কে যেন বাস করে
কে যেন ডাকে মোরে;
তুই? না অন্য কেও?
ওখানে সারারাত চাঁদ জ্বলে
তারা জ্বলে
অন্ধকার জ্বলে
কে যেন তাকিয়ে থাকে রাতভর চোখ মেলে;
তুই? না অন্য কেও?
কে জবাব দেবে?
নিরুত্তর রাত হাসে উপহাসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন