সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

সংজ্ঞা




সংজ্ঞা
- যাযাবর জীবন

তোর চোখ চেয়ে সেদিন বলতে চেয়েছিলাম "ভালোবাসি"
মন বলতে দেয় নি;

টেবিলের দুপাশে বসে
চোখে চোখ চেয়ে
শুধুই জুসের গ্লাসে চুমু,
ঠোঁট তৃপ্ত হয় নি;

আদতে ভালোবাসা কি হয় নি?
চোখে চোখে?
মনে মনে?
অতৃপ্ত ঠোঁটে?
তবে তো ভালোবাসার সংজ্ঞা লিখতে হবে, নতুন করে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন