সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

মনের ফানুস



মনের ফানুস
- যাযাবর জীবন

শীতের কিছু আমেজ আছে
মনের আছে গান
মেঘের কিছু সুর আছে
বৃষ্টির আছে তান;

আমার শুধুই তুই আছিস
তোর অনেক মানুষ
বরফ শীতে বৃষ্টির গান
উড়াই মনের ফানুস।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন