সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

হাসি কান্নায় তুই



হাসি কান্নায় তুই
- যাযাবর জীবন

তোর জন্য হাসি
কাঁদাস তুই'ই
তুই দিন
তুই'ই রাত্রি
চাঁদ তোর জন্য
চাঁদনি তুই'ই;
আমি তো কেবল ভালোবাসি,
ভালোবাসা তুই
তুই
তুই
আর
তুই'ই।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন