সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

আকাশ ও নারী


আকাশ ও নারী
- যাযাবর জীবন

এখানকার আকাশ আর তোর মন
যেন দুজনার দুজন;
আমি কাওকেই বুঝতে পারি না
না বৃষ্টি না কান্না;

আকাশ ও নারী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন