সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

মনের রঙ



মনের রঙ
- যাযাবর জীবন


মনে তুলি ছোঁয়াতেই মন
তুই চোখ ছুঁয়ে দিতেই রঙ,
স্পর্শে অনুভব
অনুভবে তুই
রঙ এ রাজ্যে রঙিন হয়ে রই;
তারপর চোখ মেলতেই রাত্রি
স্বপ্নজগৎ আমার নয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন