সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

পাথরে চুমু



পাথরে চুমু
- যাযাবর জীবন

পাথরে আছড়ে পড়া ঢেউ
বাতাসে কনকনে ঠাণ্ডা
ঠোঁট ফেটে রক্ত
পেঁজা বরফ লাল;

চূমু খাবি শুষ্ক ঠোঁটে?
তবে আয়,
কনকনে শীতে
ভেজাতে আমায়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন