পথ চেয়ে তোতে ছেয়ে
- যাযাবর জীবন
চাঁদ এলো জ্যোৎস্না এলো মন ছুঁয়ে দিয়ে
রাত এলো ঘুম এলো চোখ ছুঁয়ে ছুঁয়ে
তুই আসতেই প্রেম এলো মন কেড়ে নিয়ে
আদর এলো সোহাগ এলো ঠোঁটে ঠোঁট ছুঁয়ে;
একদিন চলে গেলি কান্না চোখে দিয়ে
তুই যেতেই বৃষ্টি এলো মনখারাপের মেয়ে
ঝড় হলো তুষার হলো তুই চলে গিয়ে
দিন এলো দিন গেলো রাত্রি পিঠে নিয়ে;
আর আমি?
এখনো তারা গুনি তোর পথ চেয়ে
এখনো চাঁদ আঁকি চাঁদনি বুকে নিয়ে,
ওগো ও চাঁদনি মেয়ে
ওরে ও জ্যোৎস্না মেয়ে
দিনরাত্রির অষ্টপ্রহর তোতেই আছি ছেয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন