বুধবার, ৮ মে, ২০১৯

পাড় ভাঙা নারী



পাড় ভাঙা নারী
- যাযাবর জীবন


কোনো এক ঢলা বিকেলে বসে ছিলাম নদী পাড়ে
পাড় ভাঙা নদী
আমি ভাঙা পাড়ে পা ঝুলিয়ে
আমায় পায়ে খেলা করে পানি বয়ে যাচ্ছে কুলকুল
আচ্ছা! নদীর বুকে কি আমি আছি?
ধ্যাত! তা কি করে হয়!
আমি তো ছিলাম নারীর বুকে
ঠিক তাই,
তুই'ই ছিলি সেই নারী;

বুকে ধরে রাখতে ও ফেলে দিতে সময় লাগে কি তোর?
যখন ইচ্ছে খেলবি
যখন ইচ্ছে ভাঙবি
যখন ইচ্ছে দুমড়ে মুচড়ে ফেলে দিবি
তবেই না নারী!

আচ্ছা! এই যে ভাঙা পাড়ে বসে আছি
তুই সুড়সুড়ি দিয়ে বয়ে যাচ্ছিস পায়ে পায়ে,
তোর মনে কি কোন অনুভূতি খেলা করে?
পুরনো কোন অনুভব?
ভালোবাসা কিংবা ঘৃণার?

একবার না হয় অনেক ঘৃণা নিয়ে পাড় ভেঙে দে
ডুবিয়ে নে আমায় তোর অতলে,
চিরতরে;

আমি তো সেই কবেই ডুবে আছি তোতে,
ভালোবেসে।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন