শনিবার, ২৫ মে, ২০১৯

কাছে ও দূরে




কাছে ও দূরে
- যাযাবর জীবন


দূরেই ভালো
দূর থেকেই ভালো

কাছের কাছে অনেক আশা
কাছে আসলে অনেক হতাশা

তুই অনেক কাছে থেকেও অনেক দূরে
আমি অনেক দূরে থেকেও তোর ভেতরে

থাক না কিছু আড়াল
বাইরে ও ভেতরে

থাক না কিছু আড়াল
কাছে ও দূরে





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন