বুধবার, ৮ মে, ২০১৯

বিলীন হ ঝড় তুলে



বিলীন হ ঝড় তুলে
- যাযাবর জীবন


আকাশে রোদ
বাতাস আগুন
সাগরে নাকি ঝড়;

আমি সাগর পাড়ে আকাশের দিকে তাকিয়ে আছি
রোদ ধাঁধিয়ে দিচ্ছে চোখ
বাতাস পুড়ছে গরমে
আমি পুড়ছি তোতে,

এবেলায় না পারলেও আমার পাশে এসে বসিস ওবেলায়
গরম তুলে দেব ঠোঁটে
তারপর ঝড়ে ঝড় তুলব দুজনে;

ভয় করছে?
বড্ড ভীতু তুই
প্রকৃতির ঝড়ে লণ্ডভণ্ড পৃথিবী
ভালোবাসার ঝড়ে তুই
তোর ঝড়ে আমি,
আয়,
ভয় ভুলে শরীরে বিলীন হ একবার
ঝড় তুলে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন