সইব কিভাবে?
- যাযাবর জীবন
এখানে আগুনের তাপ বড্ড বেশী
তেতে আছে আজ সূর্য
পানিতেই গরম সইতে কষ্ট হয়
মাটির ভেতর কিভাবে সইব?
এখানে সূর্যের তাপে ফেটে গেছে নীল
ঘোলাটে নীলাভ পুরো আকাশ
পানি ফেটে ফেটে বাষ্প উড়ছে
পানির রঙ ঘোলাটে সবুজাভ
মেঘের পরদা নেই, সূর্য আর পৃথিবীর মাঝে
চামড়া পুড়ছে তাপে
পানিতে থেকেও পুড়ছি আমি
জলীয় বাষ্পের ভাপে
কোটি কোটি মাইল দূর থেকেও সূর্যের এত তাপ!
কবরের তাপ কত হবে?
হাশরের দিন মাথার ওপর সূর্য থাকবে
সেদিন সইব কিভাবে?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন