প্রকৃতি শুধুই ভালোবাসে
- যাযাবর জীবন
প্রেম মানেই নর
প্রেম মানেই নারী;
আচ্ছা! সব প্রেমে কি আর নারী লাগে?
আমার প্রেম ঝড়ের সাথে,
প্রেমে আমি বড্ড আনাড়ি;
কিংবা আমি বোধহয় মানুষ নই
হয়তো মানুষের অবয়বে অন্য কিছু,
নারীর থেকে নদী আমায় বেশী টানে
কান্না থেকে সাগর জল আমায় অনেক বেশী বিচলিত করে
শরীর ও পাহাড়ের মধ্যে বেছে নিতে হলে আমি পাহাড়ের কাছে যাব,
তাই বলে তোকে আমি তুচ্ছ করি নি কখনো, নারী
আমি তোকেও ভালোবাসি রে নারী
শুধু দুটোর মধ্যে বেছে নিতে হলে?
আমি মিছে কথায় বড্ড আনাড়ি;
আমার কাছে প্রেম মানে প্রকৃতি
ভালোবাসা মানে ঝড়
তাই বোধহয় আমি বারবার ঝড়ের কাছে ছুটে আসি;
নারী নিরাশ করে
ছলনা করে
প্রকৃতি শুধুই ভালোবাসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন