ভালোবাসার অভিনয়ে
- যাযাবর জীবন
মানুষই তো অভিনয় করে
জেগে থাকার সকল প্রহরে,
ঘুমিয়ে গেলে?
ঘুম মানেই তো মৃত্যু
সাময়িক কিংবা চিরতরে;
আমি তো অভিনয় করে যাই ক্রমাগত,
ভালো থাকা ও না থাকার
কাছে আসা আর না আসার
দূরে সরা ও না সরার
প্রেমে পড়া ও না পড়ার
ভালোবাসা আর না বাসার;
তুই কি অভিনয় করিস?
আমার সাথে,
আমায় খুশি করার জন্য না বলতে হবে না তোকে;
মানুষ মাত্রই অভিনয় শিল্পী
ইচ্ছা কিংবা অনিচ্ছায়
বাধ্য হয়ে কিংবা দায়ে পড়ে,
তুই মানুষ হয়েই থাক আমার জীবনে
কিছু সত্য আর কিছু মিথ্যা অভিনয়ে;
শুধু পাকা অভিনেত্রী হয়ে উঠিস না
ভালোবাসার অভিনয়ে,
মনে বিষ নিয়ে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন