বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯

বোকার কান্ড



বোকার কান্ড
- যাযাবর জীবন


একদিন বুকের বাঁ দিকে খচ করে চিনচিনে ব্যথা অনুভূত হতেই
বুঝে গেলাম কোথায় জানি গণ্ডগোল,
ডাক্তারের কাছে যাবার প্রস্তুতি নিয়ে আয়নার সামনে দাঁড়াতেই সামনে তুই
বুঝে গেলাম ডাক্তারের কিছু করার নেই এ ব্যথায়
কপালে প্রেম ডাকলে বুকে তো পিন ফুটবেই,
আমি অলীক কল্পনায় বারান্দায় হাসনাহেনার ডাল বুনে বিছানায় নতুন চাদর বিছানো শুরু করেছিলাম
তুই বারান্দা থেকে সূর্যের উঁকি দিয়ে অন্ধকারে নেমে যেতেই আবারও পিন ফুটেছিল বুকে,
প্রেম পিন ফোঁটায়
আসতে ও যেতে,
চালাকেরা ডাক্তার দেখায়
বোকারা কবিতা লিখে ব্যথা নিয়ে;

আমি খুব বোকা,
তাই না রে?

মাসে একবার করে আজব এক চাঁদ উঠে আকাশে,
খুব ছোট থেকে বড় হয় অল্প সময়ে
ঠিক ভালোলাগা থেকে ভালোবাসার অনুভূতির মতন,
অথচ জ্যোৎস্নাটা না তোর
না আমার,
তবুও খুব ইচ্ছে করে একদিন শুকনো চাঁদে তোকে নিয়ে ভিজতে,
জ্যোৎস্নাস্নানে;
আমি সাদা চোখে হলুদ রঙের জ্যোৎস্না দেখি
কবিরা একে নীল জ্যোৎস্না ডাকে
প্রেমের আগমনে
জ্যোৎস্না নেমে যেতে সময় লাগে না
প্রেমের নির্গমনে,
চালাকেরা বাতি জ্বালায়
বোকারা কবিতা লিখে অন্ধকারে;

আমি খুব বোকা,
তাই না রে?




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন