বুধবার, ৮ মে, ২০১৯

টাকায় কি হয়?



টাকায় কি হয়?
- যাযাবর জীবন


কেও কেও বড় বড় কথা কয়,
টাকায় কি হয়?

কদিন অভুক্ত ছিলে হে ভাষণ দাতা?
পানিতে কেঁচে কদিন পড়েছ, ঘামে ভেজা একমাত্র জামা?
রাত কাটিয়েছ কখনো, ছাদ বিহীন আকাশের নীচে?
বড্ড পটু তোমরা ভাষণ দিতে;

আমি কি বলি জানো?
টাকায় কি না হয়!

যে জীবন দেখেছে সে জানে
টাকা বাবা, টাকা মা আর টাকায় ভাই বোন,
টাকা থাকলে স্বামী–স্ত্রী, সংসার আর আত্মীয়-স্বজন
টাকায় সম্পর্ক
টাকায় সবাই আপন;

পকেটে টাকা নেই?
ওদিক তাকিয়ে দেখ
সম্পর্কগুলো খেলছে দাড়িয়াবান্ধা;
কথা বিশ্বাস হচ্ছে৷ না?
একবার দেখই না দেউলিয়া হয়ে!
না হয় মিছেমিছিই হলে, খেলার ছলে
তবুও সম্পর্কগুলো তো যেচে নিলে!




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন