ভালোবাসার খোঁজে
- যাযাবর জীবন
খুঁজিস কাকে?
অস্থির হয়ে;
আমরা অস্থির হই খুঁজে ফিরে
অস্থির হই ভুল সময়ে খুঁজে
অস্থির হই ভুল জায়গায় খুঁজে,
আছে,
কেও না কেও তো আছেই
প্রত্যেকটা মানুষের জন্য কেও না কেও নির্দিষ্ট হয়ে;
হয়তো এখনো দেখা মেলেনি
হয়তো এখনো ভালো করে খোঁজাই হয় নি
তাই হয়তো তাকে খুঁজে পাস নি,
তবে আছে,
কেও তো একজন আছেই,
মাঝে মাঝে কিন্তু খুঁজতে হয় মনের ভাঁজে
ওখানে দেখেছিস ভালো করে উল্টেপাল্টে?
দেখিস!
একদিন নিশ্চয়ই খুঁজে পাবি তাকে;
সেদিন খুব বৃষ্টি হবে সারাদিন
উথাল-পাথাল জ্যোৎস্না হবে সারারাত,
সেদিন তুই ভিজবি
সাথে সে,
বৃষ্টি
জ্যোৎস্না
আর ভালোবাসার কান্না-বিলাসে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন