বুধবার, ৮ মে, ২০১৯

অতল জলে, ভালোবাসার খোঁজে



অতল জলে, ভালোবাসার খোঁজে
- যাযাবর জীবন


মুখে মুখে আমায় ভালবাসি বলতে হবে না তোকে
শুধু মাঝে মধ্যে ঠোঁট ছুয়ে যাস ঠোঁটে
আবেগ কতটুকু আছে বুঝে নেবে আমার ঠোঁট
হৃদয় অনুভব করে নেবে ভালোবাসার গভীরতা;

আমি নীল দিয়ে সাগর বোঝাতে চাই
তোর কাছে নীল মানেই আকাশ
তুই ভালোবাসা খুঁজিস বিশালত্বে
আমার ডুব গভীরে, সাগর কিংবা ভালোবাসার;

হিসেব নিকেষে বড্ড পটু তুই
দেনা পাওনার অংক কষিস ভালোবাসায়
আমার সময় যায় তোকে বুঝতে
আর তারা গুনে গুনে ভালোবাসা খুঁজতে;

কোন একদিন তুই হিসেব কষতে থাকবি ভালোবাসার
আমি ডুবে যাব সাগরে
হয়তো উঠবো কিংবা সমাধি
হিসেব কষে নিস সেদিন কতটুকু কি পেলি;

হিসেবে কি আর ভালোবাসা হয়?
কে আমি?
কে তুই?
কিসে ভালোবাসার পরিণয়?

ডুব দিবি?
হিসেব ছাড়া?
তবে আয় ডুবে যা আমার সাথে,
অতল জলে, ভালোবাসার খোঁজে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন