শনিবার, ২৫ মে, ২০১৯

মানুষের খোলসে আমি কে?



মানুষের খোলসে আমি কে?
- যাযাবর জীবন


জনসংখ্যা বাড়ছে প্রতিদিন
মানুষ কোথায়?
বাড়ছে মানুষের মাঝে পশুবৃত্তি
মনুষ্যত্ব হারায়;

জনসংখ্যা বৃদ্ধিতে কি মানুষ বাড়ে?
তবে তো পশু পাখিও বাড়ছে কাতারে কাতারে;
পশুর পেট থেকে বের হলে তাকে পশু বলে
পাখির পেট থেকে বের হলে তাকে পাখি বলে
মাছের পেট থেকে বের হলে তাকে মাছ বলে
অথচ মানুষ পেট থেকে বের হয়েও কেন শুনতে হয়
মানুষ হ:

কে কবে শুনেছ?
পশু তার সন্তানকে বলেছে, পশু হ!
পাখি তার সন্তানকে বলেছে, পাখি হ!
মাছ তার সন্তানকে বলেছে, মাছ হ!
তবে মানুষের সন্তান'কে কেন শুনতে হয়?
মানুষ হ;

তবে কি মানুষের খোলসে আমরা মানুষ নই?
আচ্ছা! মানুষ হয় কিভাবে?

বাল্যকাল থেকে বাবা মায়ের মুখে শুনে এসেছি
খোকা, তুই মানুষ হ,
শিক্ষকদের কাছ থেকে শুনে এসেছি
বাবা'রা, তোরা মানুষ হ;
অথচ জীবনে কে কবে এই গালিটা শোনে নি?
'অমানুষ'!
জীবনে কত বার'ই না শুনেছি!
মানুষ হবি কবে?
হায়! আমার আজো মানুষ হওয়া হলো না ভবে;

আচ্ছা! মানুষ বলে কারে?
অমানুষ কি মানুষ নয়?
তবে আমি কে?
কিংবা আমি কি?

উত্তর খুঁজছি.....................



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন