শনিবার, ২৫ মে, ২০১৯

বৃষ্টির রঙ



বৃষ্টির রঙ
- যাযাবর জীবন


দেখ না কেমন বৃষ্টি নেমেছে আজ!
কোথায় তোর জারুল বকুল সাঁজ?

রাস্তায় রাস্তায় লাল কৃষ্ণচূড়া ফুটে আছে
লালের ফাঁকে ফাঁকে হলুদ সোনালু
জারুলগুলো দেখেছিস? বেগুনীর যে কত রঙবাহার হতে পারে!
একদম তোর মনের মতন;

আমি এত রঙের কথা কেন বলছি জানিস?
বাইরে চেয়ে দেখ,
ঝুম বৃষ্টি নেমেছে;
বৃষ্টিতে জ্যোৎস্নার রঙ বসে না
তাই বলে কি চাঁদে রঙ লাগে না?
আমি তুইহীনা মনের রঙ গুলোচ্ছি ফুলের রঙের সাথে
দেখ, দেখ!
অশ্রুর রঙ লাল হয়ে গেছে;

আচ্ছা!
রাতে বৃষ্টির রঙ দেখতে কেমন?

রাতে কি রঙ দেখা যায়?
নিকষ কালো রাতে!
রাতের সাথে লাল মিশালে দেখতে কেমন লাগে?
হলুদ কিংবা বেগুনী?
কোনো রঙ বোঝা যাচ্ছে কি?

অথচ দেখ!
রাতের সাথে চাঁদ মিলতেই কেমন জ্যোৎস্না রঙ!
তুই মিলে থাকিস আমার সাথে ঠিক যখন,

তুইহীনা?
বড্ড অন্ধকার,
দিন কিংবা রাত।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন