ভালোবাসার পরীক্ষা
- যাযাবর জীবন
আকাশটা নেমে এসেছে নিচে
একদম মিশে গিয়েছে সাগরে
নিকষ অন্ধকার সবার চোখে সয় না,
আমি অন্ধকারে সাগর দেখি;
অনেকক্ষণ এক দৃষ্টিতে অন্ধকারে তাকিয়ে থাকলে
সাগর উঠে যায় আকাশে
কিংবা আকাশ গড়িয়ে নেমে যায় সাগরে;
আমি রাতের দিকে তাকিয়ে অন্ধকারের খেলা খেলি একা একা
তুই সারাদিন খুঁজিস আমায় সূর্যের দিকে চেয়ে
আরে বোকা দিনেও তো আকাশ নামে সাগরে
নীলের সাথে নীল মিশে
সূর্যে আমায় কোথায় পাবি বল?
আমার বাস রাত্রিতে;
দেখ দেখ!
কি চমৎকার এক রাত্রি নেমেছে
একদম মিশমিশে নিকষ কালো
চল, লুকোচুরি খেলি মনের সাথে;
একবার পরীক্ষা দিয়েই দেখ না!
কে বেশী ভালোবাসতে পারে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন