শনিবার, ২৫ মে, ২০১৯

তুলনা




তুলনা
- যাযাবর জীবন


তুলনা করতে আমাদের জুড়ি মেলা ভার
কি মেলে তুলনা করে?
মানসিক অশান্তি ছাড়া আর;

কোথায় তুলনা নাই?
সংসারে তো হরে দরে;

স্বামীর সাথে
- ওর স্বামীর এটা করেছে ওটা করেছে
তুমি কি কচুটা করেছ?
- তার স্বামী গাড়ী কিনেছে, বাড়ি কিনেছে
আমি পড়ে আছি তোমার ভাঙা সংসারে;

স্ত্রীর সাথে
- ওর বৌ সারাক্ষণ সেজেগুঁজে থাকে
তুমি কেন ঘরে ফকিরনীর সাঁজে?
- দেখ তার বৌ কি বিশাল চাকরি করে
তুমি সারাদিন হাড়ি ঠেলো সংসারে;

সন্তানের সাথে
- ওর ছেলে স্বর্ণ পাশ দিয়েছে
তুই অশ্বডিম্ব,
- ওর মেয়ে ডাক্তার হয়েছে, তার ছেলে ইঞ্জিনিয়ার
তুই কি হয়েছিস?

ভালোবাসার সাথে
- ওর প্রেমিক এটা দিয়েছে ওটা দিয়েছে
তুমি কি দিয়েছ?
- দেখ, ওরা বিয়ে করে নিয়েছে
আমাদের কি হবে?

শারীরিক সক্ষমতার ক্ষেত্রে
- ও এত মোটা আমি কেন চিকন?
- সে এত চিকন আমি কেন মোটা?

অর্থ বিত্তের ক্ষেত্রে
- ওর এত এত আছে! আমার কেন নাই?
খ্যাতির ক্ষেতে
- ও পেরেছে আমি কেন পারি নাই?

আরও কত, কত.......

তুলনা থেকে শুরু
তারপর ঈর্ষা
ক্ষোভ
ক্রোধ
মানসিক অশান্তি
অনেকক্ষেত্রে তো মানুষ সম্পর্কও নষ্ট করে ফেলে
তুলনার বেড়াজালে;

তুলনা করার আগে একবার আয়নার সামনে দাঁড়াই না!
নিজেকে দেখি
নিজেকে যাচি।



























কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন