বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

পশুত্বের গর্ব

এক এক সময় পশুগুলোকে দেখি
এক এক সময় পাখিগুলোকে
প্রকৃতিতে ওরা কি সুন্দরই না মানিয়ে আছে!
আছে নিজেদের স্বজাতিতে সুন্দর মিলে মিশে;

আর প্রতিদিন মানুষ দেখি মানুষের মাঝে থেকে
মানুষে মানুষেও মিল আছে, মানুষের মত করে
কিছু রক্তের বন্ধনে, কিছু সামাজিকতার, বাকিটা স্বার্থের
মানুষের কথা লিখতে গেলেই কলম থেমে যায় অন্ধকারে;

পশু পাখিতে শুধুই ক্ষুধা, পেটের ও কামের
কোন পশুকে দেখিনি হত্যা করতে স্বজাতিকে  
কাম! সে তো স্বাভাবিক, গণ-ধর্ষণ দেখিনি পশুতে পশুতে  
হয়তো ওরা গালি দেয় আমাদের মনুষ্যবৃত্তি বলে?

পেটের ও কামের ক্ষুধা সে তো মানুষেরও আছে
মানুষ মানুষ’কে মেরে ফেলে কারণে আর অকারণে
গণ-ধর্ষণ? সে তো মানুষেই করে; ষড়রিপু কোথায় পশুতে?
মানুষ খামোখাই পশুকে অপমান করে, পশুবৃত্তি বলে;

পশু বাবা-মার বলতে হয় না, পশুর মত পশু হ  
অথচ জন্মের পর থেকেই কোন শিশুটা শোনে নি? মানুষ হ!  
আচ্ছা! তাহলে ওটা কার কার জন্ম হয়েছিলো মানুষের গর্ভে?
মানুষের মনুষ্যত্ব দেখে হয়তো পশুরও বুক ফুলে ওঠে, পশুত্বের গর্বে।

৩০ সেপ্টেম্বর, ২০২০

#কবিতা
পশুত্বের গর্ব
 - যাযাবর জীবন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন