একটা সময় আমি ছিলাম
এখন আমি নই
হারিয়ে গেছে অনুভূতি
কোথাও নেই তুই;
নতুন একটা আলোর ভোর
পুরনো একটা তুই
তোর পাশেই আমি ছিলাম
এখন আমি কই?
নতুন দিনে পুরনো আমি
অনুভবের খেদ
তুই উত্তর আমি দক্ষিণ
অনেক আমাদের বিভেদ;
পুরনো দিন ভুলে যা
পুরনো অনুভব
একটা সময় আমিই ছিলাম
তোর সকল সব;
নতুন একটা নতুন রোদ
নতুন দিনের ভাঁজে
নতুন করে চিন আমাকে
নতুন নতুন কাজে;
ইচ্ছে হলেই যায় কি ছোঁয়া?
আকাশ থেকে নীল
ডানা মেলে উড়ছে দেখ
আকাশে গাংচিল;
চিলের ডানায় রৌদ্র ঝিলিক
তোর মনেতে আমি
আমার মনে অন্ধকার
আমিই শুধু জানি;
অনুভূতির নতুন দেয়াল
কোথাও নেই তুই
তোর দেয়ালেও নতুন রঙ
দেয়াল তুলেছিল তুই;
পুরনো দিন পুরনো খাতা
ফেলে দিয়েছি সব
মাটি এখন ডাকছে আমায়
হতে হবে শব;
মাটির ডাক যে শুনেছে
সব ছেড়েছে সে
কিছুই আর ভালো লাগে না
মাটি ডাকছে যে;
মাটির ডাক আসলে পরে
ওটাই আসল ঘাঁটি
মাটির শরীর মাটি হবে
মাটিতে মিশে মাটি।
০১ নভেম্বর, ২০২০
#কবিতা
মাটিতে মিশে মাটি
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন