উদাস
- যাযাবর জীবন
বৃদ্ধ আমার চোখ
প্রাগৈতিহাসিক দৃষ্টিভঙ্গি
এ যুগের প্রেম দেখব কিভাবে?
কিংবা তোকে;
বাঁশঝাড়ে লটকে থাকা থোকা থোকা বিষণ্ণ রৌদ্দুরে
সুঁইচোরা পাখির কি এসে যায়?
মন উদাস হলেই সে রমণে মত্ত হয়
মাটির ঢালের ঘুলঘুলি বাসায়;
আমি বৃদ্ধ চোখে মেঘ দেখি
বৃষ্টির অপেক্ষায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন