বুধবার, ১৮ জুলাই, ২০১৮

লবণ বিনিময়



লবণ বিনিময়
- যাযাবর জীবন


কত বৃষ্টি ঝরিয়েছিস তুই
কত কান্নায় জল
কত কত ভিজিয়েছিস তুই
কত করেছিস ছল;

কত কত বৃষ্টি দিয়ে
ভালোবাসা নিয়ে গেলি
বৃষ্টি কোথায়? কান্না সব
লবণ চোখে চলি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন