ছুঁয়ে ছুঁয়ে ভালোবাসা
- যাযাবর জীবন
তোকে ছুঁয়েছিলাম বলেই ভালোবাসা
তুই ছুঁয়ে দিয়েছিলি বলেই কান্না
ছোঁয়াছুঁয়ি খেলায় আমরা
কেও কারো থেকে কম না
তুই শরীর ছুঁতে ভালোবাসিস
আমি মন ছুঁয়ে চলি
তুই ভালোবাসার কথা বলিস
আমি সম্পর্ক মেনে চলি
তুই ভালোবেসে কাঁদিস
আমি সান্ত্বনার কথা বলি
তুই আমায় ছুঁয়ে চলিস
আমি মন ছুঁয়ে ছুঁয়ে চলি;
আয় একবার বৃষ্টি ছুঁই দুজন মিলে
একবার জ্যোৎস্না ছুঁই
একবার পাহাড় ছুঁই
তারপর চল সাগর অবগাহনে,
একবার সাগর সাঁতারে মেপেই দেখি না!
কত লবণাক্ততা তোর চোখের কোণে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন