ভাল করেই জানি
- যাযাবর জীবন
তোকে ছুঁয়ে থাকে একজন
সে ভাবে তুই তার
অথচ তোর মনে আমি
খুব ভাল করেই জানি
সে ভাবে তুই তার ঘর
অথচ সে তোর পর
তোর মনে আমি
খুব ভাল করেই জানি
শরীর ছুঁয়ে থাকলেই কি ভালোবাসা হয়?
মনকে জিজ্ঞাসা কর, মনে কে রয়;
ভালোবাসা খুব কাঁদায়
তাই না রে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন