পাথরের আয়না দর্শন
- যাযাবর জীবন
আয়নায় দেখেছিস নিজেকে?
তোর হাসি
তোর কান্না
তোর রাগ
তোর অভিমান
তোর ঠোঁট বাঁকানো
কিছুই দেখিস নি?
চোখ নেই নাকি তোর?
নাকি ঘরে আয়না নেই?
পাথর ভাঙলে শুধুই পাথর
ভাগ্যিস পাথরের হৃদয় থাকে না;
না হলে কবেই আমি তোতে বিলীন হয়ে যেতাম!
তোকে দেখে,
ভালোবেসে আর ভালোবেসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন