বুধবার, ১৮ জুলাই, ২০১৮

খোলস মেয়ে



খোলস মেয়ে
- যাযাবর জীবন


ও রে ও ঝিনুক মেয়ে
সবাই দেখে খোলস তোর
বাইরে থেকে শক্ত জবর
ভেতরটা তোর কোমল মাখন
বুকের ভাজে আমার যখন

ও রে ও খোলস মেয়ে
সবাই ভাবে নারকেল তোকে
বাইরে থেকে শক্ত ভীষণ
ভেতরটা তোর তুলতুল তুল
কচি ডাবের শাঁসের মতন

ও রে ও শামুক মেয়ে
গুটিয়ে থাকিস সবার থেকে
বাইরেটা তোর শক্ত খোলস
নরম আদর ভেতরটাতে
ইচ্ছে করে চুমু খেতে

ও রে ও কঠিন মেয়ে
খোলস তোর সারা গায়ে
জানি আমি কার জন্য
খোলস থেকে বাইরে এলেই
খুবলে খেতে ওরা বন্য

ও রে আমার প্রেম কন্যা
ভালোবাসায় গলাই খোলস
প্রেমে তুই যে মানুষ অন্য
আদরে তোর গলিয়ে খোলস
ভালোবেসে আমি ধন্য।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন