বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮

কু ঝিক ঝিক



কু ঝিক ঝিক
- যাযাবর জীবন


সময় এর ভরসা কোথায়?
সময় তো টিক টিক টিক টিক;
ভরসা কোথায় জীবনের?
রেলের চাকায় জীবন
কু ঝিক ঝিক ঝিক ঝিক
ষ্টেশন যে কার কোথায়? কে জানে?

জীবনের শুরু কোথায়?
মায়ের জঠরে;
তারপর সময় চাকায়
কু ঝিক ঝিক ঝিক ঝিক;

এক এক জন স্বপ্নে এক এক ষ্টেশন দেখে
এক এক জন এক এক ষ্টেশনে নামতে চায়
কেও ষ্টেশন পায়
কারো বা কু ঝিক ঝিক ষ্টেশনের আগেই থেমে যায়
সময়ের ভরসা কোথায়?
ভরসা কোথায় জীবন গাড়ির?

জীবন রেলে অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছি
ঐ তো ষ্টেশন দেখা যায় সামনে,
আর মাত্র কিছুটা পথ
আমি শেষ ষ্টেশনের যাত্রী;

আমি এখনো কু ঝিক ঝিক ঝিক ঝিক.....................

কে জানে সময় কখন থেমে যাবে?
কোথায় থেমে যাবে রেলের চাকা?

শেষ ষ্টেশনে কি আছে?
কে জানে?

হয়তো জানব,
ষ্টেশনে গাড়ি পৌঁছলে;

কিংবা কু ঝিক ঝিক থেমে যাবে, পথের মাঝে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন