বুধবার, ১৮ জুলাই, ২০১৮

আদর মেয়ে



আদর মেয়ে
- যাযাবর জীবন


তোর হাতে বড্ড আদর;
যখন হাত বুলাস হাতে
যখন হাত বুলাস মাথায়
যখন হাত বুলাস গায়ে
আদর অনুভব মনের ভেতরে
আদর তোর স্পর্শে স্পর্শে;

কাছে আসলেই বুঝি আদর দিতে হয়?

ওরে ও আদুরে মেয়ে!
একদিন আদর মেখে দিয়ে যাস আদুর গায়ে,
আদরে আদরে।

তোর মনে বড্ড আদর;
যখন মন রাখিস মনে
যখন নাক ঘষিস বুকে
যখন হৃদয় হৃদয়ে
আদর অনুভব মনের গভীরে
আদর তোর অস্তিত্ব জুড়ে;

ভালোবাসলেই বুঝি আদর দিতে হয়?

ওরে ও আদুরে মেয়ে!
একদিন আদর মেখে দিয়ে যাস আদুর হৃদয়ে,
আদরে আদরে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন