ময়ূর মেয়ে
- যাযাবর জীবন
ময়ূর মেয়ে, ও ময়ূর মেয়ে
নাচতে পারিস?
মেঘের ভেলায় মেঘ হয়ে তুই
উড়তে জানিস?
ও মেয়ে!
দেখ না রে দেখ!
আকাশে কোথাও বৃষ্টি নেই
তবুও কেন এমন করে পেখম মেলিস?
ভোলাবি আমায়?
কি দরকার?
এমনিতেই তোকেই তোকে ভালোবাসি
মনে মনে খুব তা জানিস,
খুব তা জানিস;
বল না রে তুই!
বল না আমায়,
কেন রে এত ভালোবাসিস?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন