সোমবার, ২ জুলাই, ২০১৮

অন্ধকারে অন্ধকার



অন্ধকারে অন্ধকার
- যাযাবর জীবন


অন্ধকারে অন্ধকার
রাত বড্ড কালো;

অথচ মন একসময় দিন ছিলো
তুই ছিলি, ভালোবাসা ছিলো
সকাল ছিলো, সূর্য ছিলো
বিকেল ছিলো চায়ের কাপে
সন্ধ্যে ছিলো দুজনাতে
রাত্রি বেলায় চাঁদ ছিলো, জ্যোৎস্না ছিলো
অমাবস্যায় জোনাক ছিলো, তারা ছিলো
তুই ছিলি তাই অন্ধকারেও আলো ছিলো;

এখন শূন্যতায় শূন্যতা
মন বিষণ্ণতা
নীল দেখি না আকাশে
নীল দেখি না সাগরে;
একা একা কি আকাশ দেখা যায়? ওপরে তাকালেই তো বৃষ্টি
একা একা কি সাগরে নামা যায়? পা বাড়ালেই তো লবণ,
বালির ঘর ভেঙে গেছে কবেই! ঠুনকো অভিমানের বাতাসে;
ভাগ্যিস ঝড় সইতে হয় নি আমাকে;

একদিন খুব অভিমান ভাঙা ঝড় ওঠে যদি
তবে আবার না হয় ঘর বাঁধব ফুঁসে ওঠা সাগর তলে
তুই আমি দুজনে;

আর নয়তো অপেক্ষার প্রহর একা একা
তারপর ছোট্ট মাটির ঘর, একদম একা
অন্ধকারে সংগোপনে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন