ঝুমঝুমান্তি বৃষ্টিনূপুর
- যাযাবর জীবন
আজ রোদের ব্যালকনিতে মেঘের ছায়া
টিনের চালে ঝুমঝুমান্তি বৃষ্টিনূপুর
মনের চালে তুই
কালকেও রোদে ভিজেছি দুজন
ভিজেছি প্রেমে
আর প্রজাপতির ওড়া-উড়ি দুজনকে ঘিরে
আজ তুই মেঘের ওপারে
বৃষ্টি কাঁদছে
ডানা ভাঙা জলফরিং বুকের চাতালে
যেদিন খুব বেশী রোদ ওঠে
যেদিন ঘামে চপচপ
যেদিন গরমে ভাপ ওঠে
আমি তোর কথা ভাবি
ঠাণ্ডায় ছেয়ে যায় ভেতর
যেদিন খুব বেশী শীত পড়ে
যেদিন ঠাণ্ডায় কুঁকড়ে থাকি
যেদিন লেপ মানে না শীত
আমি তোর কথা ভাবি
গরম অনুভব বুকের ভেতর
যেদিন ঝুমঝুমান্তি বৃষ্টি নামে
যেদিন মাঠ ঘাট রাস্তা জলে থৈ থৈ
যেদিন বৃষ্টি আর থামতেই চায় না
আমি তোর কথা ভাবি
যেন ভিজছি দুজন বৃষ্টি-বিলাসে
আজ সকাল থেকেই আকাশে মেঘ
আজ খুব বৃষ্টি ঝরছে রে
আয় নাচি বৃষ্টিনূপুরের ছন্দে ছন্দে
প্রজাপতি ডানা মেলে,
আয় ভিজি সেই সেদিনের মত
হাতে হাত রেখে
ঠোঁটে ঠোঁট রেখে
ঝুমঝুমান্তি বৃষ্টিতে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন