গিরগিটি মন
- যাযাবর জীবন
কত রঙের গিরগিটি!
কত রঙের মন
আমিও খোলস বদলাই
যখন তখন
নানা রঙের মানুষ
ভিন্ন ভিন্ন সংসার ধরন
মুহূর্তে বিচ্ছেদ
তুচ্ছ কোন কারণ
কতরকম সাপ দেখি
সময়ে খোলস বদল
আমার দাঁতেই যত বিষ
কথার কামড়ে প্রবল
স্বার্থে স্মরণ করা
আর মুহূর্তে ভুলে যাওয়া
আমার চরিত্রই যে এমন
পকেট ভারী করা
কত মনের রঙ দেখি
প্রেমের কত যে ঢং
আমিই গিরগিটি
বদলাই ক্ষণে ক্ষণ
কতরকম ভালোবাসা!
শরীর নির্ভর
শরীরে শরীর না মিললে
ভাঙে কত ঘর
কত রঙের মানুষ দেখে
কাটিয়ে দেই দিন
গিরগিটি শুধু আমিই রে
রঙে রঙে রঙিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন