হিপোক্রেটের ঘর
- যাযাবর জীবন
হঠাৎ দেখা, কোথাও কোথাও
ভালো লাগা, কারণ ছাড়াই
ভালোবাসা, খুব সহসাই
কাছে আসা, প্রায় প্রায়শই
মনের মাঝে, প্রেম প্রেম
শরীর শরীর, প্রেমের ভাষা;
আনন্দ, বেদনা, রাগ, দুঃখ
হাসি, কান্না, মান, অভিমান
সবই মানব অনুভূতি;
তারপর?
তোর স্বামী আছে
আমার স্ত্রী
অথচ আমরা ভালোবাসায় মাতি
যখন সামনে থাকি,
আর বাকিটা সময় সংসার জীবন
দুজনারই সংসারে মন
পরিবার, পরিজন সন্তান সন্ততি
ঘিরে থাকে সর্বক্ষণ;
ওরে ও নারী, যখন ইচ্ছা স্বামী
যখন ইচ্ছা প্রেমী
হায় পুরুষ! ঘরে সুন্দরী বৌ
প্রেমিকা অগুনতি
হিপোক্রেসির কি চরম উদাহরণ!
কি ভয়ানক হিপোক্রেসিতেই না বাস আমাদের
পরকীয়া ভাইরাস কুঁড়ে কুঁড়ে খাচ্ছে আমাদের
খুঁড়ে খুঁড়ে নড়বরে করে দিচ্ছে সংসার,
জানি আমরা সব জানি
বুঝি আমরা সবই বুঝি
তবুও ভাইরাস মনে ঢুকাই আমরা নিজেরাই
জেনে কিংবা অজান্তে
বুঝে ও না বুঝে
ইচ্ছে বা অনিচ্ছাতে
সহসা ও প্রায়শই
কারণে আর অকারণে;
অশান্তি দিকে দিকে, পরকীয়া ঘিরে
ভাঙন চারিদিকে, হিপোক্রেটের ঘরে;
মানুষ মাত্রেই ভুল
ইচ্ছে কিংবা অনিচ্ছেতে
শুধরে নাও হে প্রেমী
শুধরে নাও প্রেমিকা
সময় থাকতে,
তুমি, আমি, সে আর আমরা আমরা সবাই মিলে;
আজ হয়তো একটুখানি কষ্ট হবে
তবুও বোধে আসো হে বোদ্ধা;
ভাঙন রোধ হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন