শনিবার, ২১ জুলাই, ২০১৮

চোরাগলি



চোরাগলি
- যাযাবর জীবন


একটা মেয়ে
বড্ড বোকা
গলি পথে হেঁটে গিয়েছে একা
হেঁটে গিয়েছে আলোর দিকে
ভালোবাসা সামনে আছে ভেবে;

আমিও হেঁটে গিয়েছিলাম ঐ গলিপথে একা
সামনে আলো ভেবে;
তারপর কি হয়েছিল জানিস?
গলির শেষ মাথায় থমকে গিয়েছিলাম
ওটা ছিল চোরাগলি
তারপর দেয়াল
শক্ত ইটের
সামনে যাওয়ার পথ নাই
পেছনে অন্ধকার;

ওরে ও মেয়ে!
গলিপথে এগিয়ে যেতে নেই
ওখানে প্রেম নেই
ওখানে শুধুই ভালোবাসার হাতছানি
আর স্বপ্নের চোরাবালি
তারপর নীল
গাঢ় ঘন নীল;

আমি পেছন ফিরে অন্ধকার দেখেছিলাম
আর স্বপ্নহীন চোখ রাত
মন শুধুই নীল হয়েছিল বেদনাতে
ভালোবাসার মানুষ?
দেয়ালের ওপাশে
ধরা ছোঁয়ার অনেক বাইরে;

এ দেয়াল ইটের দেয়াল নয় রে
এ দেয়াল মনের দেয়াল
সম্পর্কের দেয়াল
অনুভূতির দেয়াল;
দেয়ালের ওপাশে প্রেমের হাতছানি
এপাশে রাত;

ভালোবাসার সার্থকতা নীলে
কারো জীবন আকাশ নীল
কারো সাগর নীল,
তুই নীলচাষ করে গেছিস আমার বুকের চাতালে
তারপর হারিয়ে গেছিস নীলে?

আচ্ছা! গলিপথের শেষে কিছু পেয়েছিস রে?
বড্ড জানতে ইচ্ছে করে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন