শনিবার, ২১ জুলাই, ২০১৮

টুকরো টুকরো আমি



টুকরো টুকরো আমি
- যাযাবর জীবন


যখন মেঘের মন খারাপ তখন আকাশ কালো
আর বৃষ্টি
ভিজি আমি;

যখনই চাঁদের মন খারাপ তখনই অমাবস্যা
আর রাত
আমি অন্ধকার;

যখন আমার মন খারাপ তখন আমি হাসি
যখন খুব বেশি মন খারাপ হয় তখন তোর কথা মনে করি
যখন চোখ বৃষ্টি
তখন আকাশ দেখি;

ভেজা চোখে আকাশ দেখেছিস কখনো?
দিনে কিংবা রাতে?
ধ্যাত!
আমি কি বোকা তাই না রে?
তোর চোখ ভিজবে কিভাবে?

তোর চোখের সব কান্না তো সেদিনই দিয়ে দিয়েছিলি আমার চোখে
আমাদের প্রথম দেখাতে;
তারপর থেকে তোর জীবন দিন
আমি রাত্রি,
তোর জীবনে হাসি
আমি কান্না,
তোর আকাশ চাঁদনী
আমি অন্ধকার;

তোর কাছে ভালোবাসা মানে টুকরো টুকরো আমি,
আমার কাছে তুই মানেই পৃথিবী।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন