বুধবার, ১৮ জুলাই, ২০১৮

ভালো থাকার ঠিকানা


ভালো থাকার ঠিকানা
- যাযাবর জীবন


ভালো থেকো আকাশ
ভালো থেকো বাতাস;

বড্ড ভালোবাসতাম তোকে সাগর
আমি ছিলাম নীল
বড্ড ভালোবাসতাম তোকে পাহাড়
আমি ছিলাম পাথর;

ভালো থেকো সবুজ
ভালো থেকো নীল
আমি ভালো নেই
আমি ভালো নেই;

ভালো থাকিস চাঁদ
ভালো থাকিস চাঁদনি
ভালো থাকিস বৃষ্টি
ভালো থাকিস নদী;

ভালো থাকিস মন
ভালো থাকিস পাখি
ভালো থাকিস তুই
কাঁদিস না রে আঁখি।

তোর সাথে এবার আর দেখা হলো না
হয়তো কখনো আবার হতে পারে
হয়তো আর হবেও না;
কার যে কোথায় মৃত্যুর ঠিকানা!

আমার ঠিকানা তো তোর জানাই
ছোট্ট অন্ধকার ঘরটাও তোর চেনা
ওখানে তো আর যেতে পারবি না!
ওখানে অনেক নিষেধাজ্ঞা অনেক বাঁধা,
তবুও তুই মাঝে মাঝে
এখান থেকে মনে মনে চিঠি লিখিস
আমি তোর হৃৎস্পন্দন পড়ে নেব ওখান থেকে;

তুই আমায় ভালোবাসতে শিখিয়েছিলি
আমি তোকে ভালোবাসা শিখিয়ে গেলাম।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন