সোমবার, ২ জুলাই, ২০১৮

জল খেলা



জল খেলা
- যাযাবর জীবন


জলপরী তুই জলের মাঝে জলকেলি
বয়ে যাওয়া পানি তোকে ছুঁয়ে যায়
আমি পাড়ে বসে ঈর্ষায়
আমায় নিয়ে যা তোর সাথে
দুজন মিলে ফুল তুলি;

পদ্ম দেখেছিস?
লাল লাল,
শাপলা গুলো বড্ড বেগুনী
তুই সবুজ শ্যাওলা মেখে আমায় কেন মন দিলি?
এবার সাদা মেঘ হ, আমার আকাশে
তারপর দুজন নীল হই ভালোবেসে
চল দুঃখ ভুলি;

পানি ছুঁয়েছে তোকে,
আমারও যে বড্ড ইচ্ছে করে তোর ঠোঁট ছুঁতে;
অনেক খেলা হয়েছে পানিতে
এবার উঠে আয় জলপরী,
আয় চুমু খেলি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন