বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮

পাখি কেমন আছে?



পাখি কেমন আছে?
- যাযাবর জীবন


অনেক দিন পাখি দেখি না আকাশে,
মনাকাশে;
পাখি কেমন আছে?

ভালো থাক পাখি
আকাশ থাক নীল
সবুজ থাক বনানী
আর তুই স্বপ্নিল;

কালো আকাশে কি আর ডানা মেলা যায়?
পাখির যে মেঘ হতে বড্ড মন চায়;
পাখির পালকে মেঘের ঘষা
আমার চোখ বৃষ্টি
ভালোবাসা বড্ড কাঁদায়
ধ্যাত! অনাসৃষ্টি;

পাখি ডানা মেলে মেঘের ভেলায়
সময় কোথায় তার নীচে তাকাবার?
পাখি উড়ে চলে আকাশ নীলে
ঐ দূর দূরান্তে ডানা মেলে মেলে
নিচে সাগর, বেদনা নীল
আর তুই স্বপ্নিল;

ধ্যাত!
ভালোবাসা বড্ড লবণ,
আর সাগর নীল নীল।












কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন