মনে মনে মন
- যাযাবর জীবন
মন থাকলেই মলিন হয় মন
হৃদয় থাকলে ব্যাথানুভুতি
বাকি সবই নানা রঙের অনুভূতি;
সুখ দুঃখ, রাগ অনুরাগ
আনন্দ বেদনা, হাসি কান্না
মান অভিমান
সবই মনের কথা আর কষ্ট কষ্ট অনুভূতি;
হৃদয় এর বাস বুকে
মনের বাস কোথায়?
মাথায় খুঁজলাম মন ওখানে তো মগজ
আর চিনচিনে ব্যথা
বুকে খুঁজলাম
ওখানে হৃদয়
আর কষ্ট কষ্ট ব্যথা;
মাঝে মাঝে খুব বেশী মন খারাপ হয়
যখন আকাশে মেঘ করে
যখন ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়ে
যখন ঠাণ্ডা ঠাণ্ডা হাওয়া দেয়
যখন জ্যোৎস্না খেলে
তখনই, ঠিক তখনই মন কেমন করে;
আর তোর কথা মনে পড়ে যখন
মনের উথালপাথাল বড্ড বেশী রকম
তুই কেন রে ভালোবাসা?
তুই কেন মন?
মনের বাস শরীরের কোথায়
খুব জানতে ইচ্ছে করে;
একবার মনটাকে হাতে পেলে
ঠিক কবর দিয়ে দিতাম, তোর মনের ভেতরে;
তখন নিশ্চয়ই বুঝবি, কান্না কাকে বলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন