সোমবার, ১৯ আগস্ট, ২০১৯

ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংসারের মূল্য




ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংসারের মূল্য
- যাযাবর জীবন


আজকাল প্রেম যেন বড্ড সস্তা হয়ে উঠেছে
বিবাহিত প্রেমিক প্রেমিকা সংসারে সংসারে,
পরকীয়া নাকি একে বলে;

যখনই প্রেমিক প্রেমিকা সামনা সামনি
পাগলের মত দুজন দুজনার
প্রেমে প্রেমে
মনে মনে
হৃদয়ে হৃদয়ে
তারপর
শরীরে শরীরে;

অথচ একজনের কিন্তু স্বামী আছে
আরেকজনের আছে স্ত্রী
তবুও সব ভুলে গিয়ে এক ভয়ংকর পরকীয়া খেলায় মাতামাতি
আজকালকার যুগের প্রেম আর কি!

এটা প্রেম?
না রিপুর তাড়না?
চারিদিকে ভাঙনের শব্দ শুনি;

ভাঙন দেখছ না?
চারিদিকের ভাঙন!
খান খান ভাঙ্গন!

ভাঙন সম্পর্কে
ভাঙন সংসারে
ভাঙন জীবনের পরতে পরতে,
একটু সাময়িক শারীরিক সুখের জন্য নিত্য ভাংছে সংসার
ছারখার হচ্ছে জীবন,
খুব কি প্রয়োজন?

ফলাফল দেখছ?
কি হচ্ছে আজকাল চারিদিকে, দেখছ না?
মানুষ নামের অমানুষ সব আমার তোমার সন্তানেরা;
কি অবলীলায়ই না একজন আরেকজনকে পিটিয়ে মেরে ফেলছে এখানে ওখানে
ধর্ষণ গুম আর খুন তো কাগজের পাতায় পাতায়
মূল্যবোধ কবেই হারিয়ে গেছে! ডিকশনারির পাতায়;

কেন এমনটা হচ্ছে?
ভেবেছি কখনো?
ঘরের ভাঙনের ফ্রাষ্ট্রেশন মেটায় এরা ঘরের বাইরে
আর আমার তোমার ঘরে জন্ম নেয় নিত্য নতুন ফ্রাঙ্কেষ্টাইন
ভাঙনের হতাশা থেকে এরা অমানুষ
অমানুষ থেকে ক্রাইম;

একটু চিন্তার সময় বোধহয় হয়েছে এবার
ভাঙন রোধে বিকল্প চিন্তাধারার,
ভাঙনের সংসারগুলোর দশা আজ বড্ড দৈন্য
এমন চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংসারের মূল্য হবে শূন্য।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন