রবিবার, ৪ আগস্ট, ২০১৯

জেগেছিস কখনো? আমার মত স্বপ্নহীন হয়ে হয়ে!




জেগেছিস কখনো? আমার মত স্বপ্নহীন হয়ে হয়ে!
- যাযাবর জীবন


চোখ জেগে থাকে অন্ধকারে, জেগে থাকে কালো রাত
রাতের সাথে সাথে জেগে থাকে, আকাশে মেঘ আর চাঁদ
আমি রাত জেগে থাকি, আর জেগে থাকে চোখের ঘুম
ক্লান্ত চাঁদ ঘুমিয়ে পড়লে, রাতের চোখে নামে ঘুম;
ঘুম তুই কোথায়?
তোর চোখে;

জেগে থেকে থেকে ক্লান্ত হয়ে গেলে, তুই নেমে আসিস দুচোখে
অথচ তোর জন্যই জেগে থাকা, তবুও স্বপ্ন আসে না চোখে
জেগেছিস কখনো? আমার মত স্বপ্নহীন হয়ে হয়ে!
রাত জেগেছে, জেগেছে অন্ধকার, আমার সঙ্গী হয়ে;
স্বপ্ন তুই কোথায়?
তোর চোখে;

আমার কাছে রাত মানে তুই
ঘুম মানেও তুই
স্বপ্ন বলতে বুঝি তোকে
স্বপ্নহীন দুচোখে
তুই মেঘ তুই বৃষ্টি
তুইই চাঁদ, তুইই চাঁদনি;

তুইহীন আমি?
কেন অমাবস্যা দেখিস নি!





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন