শনিবার, ৩১ আগস্ট, ২০১৯

ঈর্ষার জীবন


ঈর্ষার জীবন
- যাযাবর জীবন


ঈর্ষা;
কেও বলে ব্যাধি
কেও বনে অনুভব
মনের অনুভূতিতে আগুন লাগলে
আগুনে ধোঁয়া না বের হয়ে মন পুড়লে
মন পুড়ে পুড়ে ছাই হলে
তাকে কি ঈর্ষা বলে?

বন পোড়া ছাইয়ে কত কিছুই না করা যায়!
মন পোড়া ছাই দিয়ে কি হয়?

কোন এককালে কাঠকয়লার ছাইয়ে দাঁত মাজতাম
আজকাল নতুন পেস্ট বের হয়েছে দেখি - 'চারকোল'
নতুন মানুষগুলো পুরনোতে ফিরে যাচ্ছে
আচ্ছা মনপোড়া ছাইয় কখনো কারো উপকারে লেগেছিল?

তবুও আমাদের মন পোড়ে
ঈর্ষায়
জ্বলনে
দগ্ধ হই নিজেতে নিজে,
মাঝে মাঝে ঈর্ষা বোধবুদ্ধি লোপ করে দেয়
কি বলছি
কাকে বলছি
সঠিক বলছি না ভুল বকছি
বোধবুদ্ধি কাজ করে না সে সময়,
শুধু ঈর্ষার আগুনে রাগের ঘি
সম্পর্ক নষ্ট করায় এর থেকে বেশী আর লাগে কি?

এইতো আমার মন নদীতে আগুন লাগলো
রাগের ঘি এর মুখটা ফেটে গেলো
তারপর তোর সাথে সম্পর্কটাই চুকিয়ে দিলেম
বোধবুদ্ধিহীন হয়ে;
খুব কি উপকার হয়েছিলো কারো?
পরিতাপের আগুনে কি একটুও জ্বলি নি আমরা এরপর?
তাহলে তো বলব ভালোই হয়েছে;
পশুতে পরিতাপ থাকে বলে জানা নেই;

মানুষ হওয়ার বড় কষ্ট কোথাও না কোথাও আগুন জ্বলেই
কোথাও না কোথাও পোড়া গন্ধ ছোটেই
রাগের নাকে গন্ধ লাগে না তবে আশেপাশের লোকজন ঠিকই বোঝে কাবাব সিদ্ধ হচ্ছে
তারপর একসময় দেখে সম্পর্কটাই পুড়ে গিয়েছে;

কোন দরকার ছিলো না কিন্তু
ছিলো এক তুচ্ছ কারণ
ঈর্ষায় নামক ব্যথিতে সম্পর্কের খান খান ভাঙন।

আয় একবার ভালোবাসা পোড়াই ঈর্ষার আগুনে
তারপর দুজন দুদিকে হাঁটা দেই পেছন না ফিরে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন