সোমবার, ১৯ আগস্ট, ২০১৯

একটি দুটি ছুটির সময় ও ইট পাথরের কঙ্কাল




একটি দুটি ছুটির সময় ও ইট পাথরের কঙ্কাল
- যাযাবর জীবন


বছরের একটি দুটি ছুটির সময়
আলো ঝলমলে শহরটাকে বড্ড ম্লান মনে হয়;

ঝাঁকে ঝাঁকে মানুষগুলো ছুটে চলে যে যার শেকড়ে
বাবা মা ভাই বোন আর প্রিয়জনের কাছে,
এদের কারো শেকড় শহরে নয়
এক এক জনের শেকড় এক এক গ্রামে;

নগর সভ্যতায় রাশি রাশি অট্টালিকাগুলো দাঁড়িয়ে থাকে একা, এসময়
একটি দুটি লাইট জ্বলে কোন কোন অট্টালিকায়
একটি দুটি ল্যম্পপোষ্টের আলোতে রাস্তায় একটি দুটি মানুষজন
আর সারি সারি ইট পাথরের কঙ্কালগুলো দাঁড়িয়ে থাকে আধো অন্ধকারে

আবার ছুটি শেষ হতেই ব্যস্ত হয়ে পড়বে শহর
গাড়ির চাপে পিষ্ট হবে রাস্তা
মানুষের ভারে হাঁপিয়ে উঠবে অট্টালিকাগুলো
চারিদিকে হৈচৈ কোলাহলে মুখরিত হবে নগর
মানুষের জন্য নগর
মানুষ দিয়েই নগরায়ন

শহরের নিজস্ব কোন প্রাণ নেই
মানুষই শহরের প্রাণ।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন