সোমবার, ১৯ আগস্ট, ২০১৯

কাল্পনিক আমি




কাল্পনিক আমি
- যাযাবর জীবন


আমি নিজেকেই চিনি না নিজে;

মাঝে মাঝে প্রশ্নবোধক চোখে আয়নার দিকে তাকিয়ে থাকি
মাঝে মাঝে স্বচ্ছ পুকুর জলে
সেখানে শুধুই ছায়া পরে,
আয়না কথা বলে না
কথা বলে না প্রতিচ্ছবি
অ-সহিষ্ণু হয়ে ওঠে নিস্তব্ধ নীরবতা;

মাঝে মাঝে খুব ইচ্ছে করে নিজেকে জানতে,
আয়নার প্রতিচ্ছবির নয়
তার ভেতরের রক্ত মাংসের মানুষটাকে
কিন্তু সেখানে উঁকি দিতেই সংশয়,
রক্ত তো লাল
তার ভেতরে বড্ড অন্ধকার
আর অন্ধকারেই বড্ড ভয়,
মাঝে মাঝে বড্ড ঘৃণা হয় অন্ধকার খুঁড়ে
এক দানবের দিকে চোখ পড়লেই
নিজেকে জানার ইচ্ছেটা যায় মরে;

ঐ যে আয়নার প্রতিচ্ছবিটা?
সেটা কি আমি?
নিস্তব্ধতা কথা বলেছিল কবে?

প্রতিনিয়ত এক কাল্পনিক আমি'কে খুঁজতে খুঁজতে
রাত গ্রাস করে নেয় আয়না
তারপর তো পুরোটাই অন্ধকার;

মাঝে মাঝে খুব মানুষ দেখতে ইচ্ছে করে আয়নায়।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন