শনিবার, ৩১ আগস্ট, ২০১৯

আমি মৃত্যুর কথা বলছি




আমি মৃত্যুর কথা বলছি
- যাযাবর জীবন


চোখের আর দোষ কোথায়?
দৃষ্টিতেই তো দৃষ্টিভ্রম
অনেক হলো দেখা
চশমার পাওয়ার বাড়ছে
তারপর ছানি,
ওহে চোখ! তোমারও বয়স হয়েছে মানি,
এবার ঘুমের আয়োজন
শান্তির ঘুম
তারপর অন্ধকার;

কানের আর দোষ কোথায়?
অনেক হলো শোনা
সুখ দুঃখ, ভাব ভালোবাসার কথা
বাগবিতণ্ডা ঝগড়া
চিৎকার চেঁচামেচি
বেদনা আর কান্নার হাহাকার,
এবার বধির হওয়ার পালা
মাটির ঘর নৈঃশব্দ্যতায় ছাওয়া;

মুখের আর দোষ কোথায়?
অনেক হলো বলা
কিছু প্রয়োজনীয় কথা
আর বেশীরভাগ অহেতুক বাচালতা
এখন কথা বলার কেও নেই
একটা বয়স পরে কথা বলার কেও থাকে না
এখন মাঝে মাঝে গাছের সাথে কথা বলি
মাঝে মাঝে নিজের সাথে
মাঝে মাঝে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে
তবুও চুপ করে থাকি
এবার একেবারেই স্তব্ধ হয়ে যাব
কেও কথা বলে না মাটির ঘরে;

সময় গড়ায় সময়ের স্রোতে
সময় বদলে দেয় জীবনটাকে
সময় বদলে দেয় মানুষ'কে
এক সময় সময়টাই থমকে যায় স্তব্ধ হয়ে
হ্যাঁ!
আমি মৃত্যুর কথা বলছি।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন