ইচ্ছে করে খারাপ হতে
- যাযাবর জীবন
আমরা সবাই ভালো মানুষ,
তবুও কখনো কখনো আমাদের সবারই একটু আধটু খারাপ হতে ইচ্ছে করে;
মনের খুব ভেতরের ইচ্ছে
কেও যাতে না জানে
খুব গোপনে,
বিশেষ করে বিপরীত লিঙ্গের কাওকে দেখলে;
খারাপ হওয়ার একটি ইচ্ছে নির্ভর করে বয়সের সাথে সাথে,
শুরুটা কারো কৈশোরে কারো যৌবনের প্রারম্ভে;
একটা সময় ইচ্ছেটা প্রতিদিন
কারো কারো তো দিনে একাধিকবার,
বয়স বাড়ার সাথে সাথে ইচ্ছেটা কমে আসে
সপ্তাহে তিন চার বার
একটা সময় এসে সপ্তাহে একবার
তারপর পাক্ষিক
তারপর মাসিক
তারপর কখনো সখনো কালেভদ্রে,
যতদিন যৌবন ততদিনই খারাপ হওয়ার ইচ্ছে;
মানুষ হওয়ার ভালো দিক হলো
নারী-পুরুষ পরস্পরের প্রতি টান রয়ে যায় শেষ দম পর্যন্ত,
শুধু খারাপ হওয়ার ইচ্ছেটা মরে যায় যৌবন মরার সাথে সাথে;
নারীর তুলনায় পুরুষের খারাপ হওয়ার ইচ্ছেটা রয়ে যায় অনেকদিন ধরে,
আমার এখনো ইচ্ছে করে
খারাপ হতে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন